ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে ঝিলিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সভা কক্ষে ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি পাল।
এ বাজেট রাজস্ব ও উন্নয়ন তহবিলের জন্য ৩ কোটি ৩২ লক্ষ ৭৬ হাজার ১৪৮ টাকা ঘোষনা করা হয়। বাজেটে উদ্বৃত্ত হিসেবে ৪০ হাজার টাকা দেখানো হয়েছে।
এসময় স্থানীয় শিক্ষক, ইমাম, রাজনৈতিক ও গণ্যমান্যসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।