শিরোনাম
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব এবং চিকিৎসা – শাহ জামান ( আলো মাদকাসক্তি পূর্ণবাসন কেন্দ্র) 
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ করে আধুনিক গণপরিবহন চালুর দাবিতে আলীকদমে মানববন্ধন

বার্তা সম্পাদক / ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

টি আই, মাহামুদ

“আর নয় লক্কর ঝক্কর পরিবহন,
আমরা চাই যুগের সাথে তাল মিলিয়ে মানসম্মত গণপরিবহন”

এই শ্লোগানের প্রতিপাদ্যে সীমান্তবর্তী জেলা বান্দরবানের সীমান্তীক উপজেলা আলীকদম থেকে চকরিয়া সড়কে নাজুক, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ বাস চলাচল বন্ধ করে আধুনিক, নিরাপদ ও উন্নত মানের গণপরিবহন চালুর দাবিতে আলীকদম উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৪ঘটিকায় আলীকদম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সুশীল সমাজের পক্ষ থেকে চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা ফারভীন লাকী বলেন, “আলীকদম পর্যটন, শিক্ষা ও শিল্প ও কৃষি ক্ষেত্রে অনেক এগিয়েছে। অথচ মানসম্মত গণপরিবহনের অভাবে স্থানীয় জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে।”

আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হায়দার আলী বলেন, “আলীকদমে মানসম্মত বাস সার্ভিস চালুর প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে চকরিয়া-লামা-আলীকদম পরিবহন মালিক সমিতি। তাদের নানা হুমকি ও বাধার কারণে স্বনামধন্য বাস কোম্পানিগুলো আলীকদমে সেবা দিতে পারছে না।”

এসময় আলীকদম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাশুক ইলাহি সরকারের কাছে বিআরটিসি বাস সার্ভিস-সহ সকল ধরনের গণপরিবহন চালুর অনুরোধ জানান।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, আলীকদমে এর আগে বিআরটিসি বাস চালুর পর মালিক সমিতির হামলায় সার্ভিস বন্ধ হয়ে গিয়েছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা।

আলীকদম কলেজের প্রভাষক মু. রেজাউল করিম বলেন, “নিরাপদ ও উন্নত গণপরিবহন সেবা পাওয়া জনগণের অধিকার। এটি নিশ্চিত করতে হলে প্রশাসনের কঠোর অবস্থান ও সরকারের সদিচ্ছা প্রয়োজন।”

অন্যদিকে সমাজ সেবক মু. জুলকার নাঈন, উন্নত পরিবহণ না থাকার কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরিজীবী কর্মস্থলে আসতে সমস্যার কথা উল্লেখ্য করেন। এছাড়াও রোগী ও বয়স্ক ব্যাক্তিদের নানা অসুবিধার বিষয় ওঠে আসে তার বক্তব্যে।

মানববন্ধনের সমন্বয়ক গ্রীণ ইনোভেশন ভলেন্টিয়ার্স এর উদ্যোক্তা ও আহ্বায়ক, মহিউদ্দিন বন্ধু আশাবাদ ব্যক্ত করেন, সরকারের বিভিন্ন মহলে মানববন্ধনের বিষয়ে অবগত করার মধ্য দিয়ে আলীকদমে উন্নত গণপরিবহনের চালুর সুযোগ তৈরি হবে। এতে করে আলীকদম উপজেলায় পর্যটন শিল্পের পাশাপাশি গড়ে উঠবে বিভিন্ন কল কারখানা। সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা আলীকদম, সেনা জোন কমান্ডার, বিজিবি অধিনায়ক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র কাছে দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, দীর্ঘ কয়েক যুগ ধরে আলীকদম -লামা-চকরিয়া সড়কে ফিটনেস বিহীন গাড়ি চলাচল করে আসছে। বিভিন্ন সময় ব্যাক্তি বিশেষ বিআরটিসি বাস সহ অন্যান্য গণপরিবহন চালুর উদ্যোগ নিলেও অত্র সড়কে চলাচলকৃত পরিবহন মালিক সমিতির বাধার কারণে তা মুখ থুবড়ে পড়ে। এি পরিবর্তনের যুগে আদিকালের সেকেলে যানবাহন বাতিল করে আধুনিক গণপরিবহন চালুর দাবি এই উপজেলার সাধারণ যাত্রী ও জনসাধারণের।

গ্রীন ইনোভেশন ভলান্টিয়ার্স এর আহবায়ক মহিউদ্দিন বন্ধু ও রেড জুলাই কমিটির আলীকদম উপজেলা আহবায়ক আশরাফুল ইসলাম রিয়াদের উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ