শিরোনাম
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন কারাদন্ড মাধবপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি ! থানায় অভিযোগ দায়ের আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত স্বাস্থ্যসেবা কোথায়?—আলীকদমের জনগণের মৌলিক অধিকার আজ প্রশ্নের মুখে আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বরবাদ’ নিয়ে সত্য হলো এমডি ইকবালের ভবিষ্যৎবাণী

বার্তা সম্পাদক / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রিয়েল তন্ময়

এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি চলচ্চিত্র। ছবিগুলো হলো—‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’ ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’। দেশের বিভিন্ন সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনগুলোতে বেশ দাপটের সঙ্গেই চলছে ঈদের সিনেমাগুলো।

এদিকে ঈদের দিন থেকে ১২০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি। দর্শকমহলেও ছবিটি নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও চলছে। সিনেমার ডায়লগে অনেক দর্শকই মজেছেন। শাকিবের মুখে ‘এই জিল্লু মাল দেয়’ ডায়লগটি তো ভাইরাল। নারী-পুরুষ, শিশু-তরুণ হল থেকে বেরিয়েই বলছেন শাকিবের সহকারীর কাছে মদ চাওয়ার ডায়লগটি।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির সেন্সর সনদ পাওয়া নিয়ে কিছুদিন আগে চরম আপত্তি তুলেন প্রযোজক ও পরিচালক এমডি ইকবাল। তিনি গণমাধ্যমকে বলেন, আমার কাছে মনে হয়েছে শাকিবের এই ছবি করাটা উচিত হয়নি। তার কাছে জাতি কী শিখল। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ে মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দেয়। সমাজ তো ধ্বংস হয়ে গেল।

ছবিটি লস করবে উল্লেখ করে তিনি বলেছিলেন, আমাদের বর্তমানে হল আছে খুবই কম। কিছু কিছু হল আছে ঢাকায় যেখানে সিনেমা সব সময় ভালো চলে। পাশাপাশি ঢাকার বাইরে অনেক হল নাম মাত্র টাকায় সিনেমাটি নিয়েছে। সেই হিসেবে ছবির যেই বাজেট শুনলাম তাতে টানা কয়েক মাস ছবিটি হাউজফুল গেলে হয়তো টাকা উঠে আসবে। 

তিনি আরও বলেন, একটি ছবি মুক্তি দিলে সেটি ঘিরে কী কী হয় সবই আমার জানা। অনেক হলে হাউজ ফুল থাকলেও হল মালিকরা বলে দর্শক ছিল না। এতে করে অনেক সময় প্রযোজক ক্ষতির মুখে পড়ে। আমি চাইনা নতুন কোন প্রযোজক ক্ষতির সম্মুখীন হয়ে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নিক।

এদিকে, সম্প্রতি ‘বরবাদ’ ছবির প্রযোজক সুমির গুরুতর অভিযোগ বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের মালিকদের বিরুদ্ধে। বিভিন্ন হল মালিকরা  তাকে সঠিক হিসেব দিচ্ছেনা উল্লেখ করে তিনি বলেন, আমার লোকজন কিছু হলে ভিজিট করতে গিয়েছিল কিন্তু তাদের সেখান থেকে বের করে দেয়া হয়। গাজীপুরের উলকা সিনেমা হলে  আমার লোক কাউন্ট করেছে যেখানে ছিল সাড়ে ছয়শোর উপরে দর্শক যেখানে তারা বলছে ৫৭৮ জন দর্শক ছিলো।  আর এরপর আমার কাছে রিপোর্ট আসলো ৪৫০ জন দর্শকের। তাহলে বাকি ২০০-২৫০ দর্শক কোথায় গেলো? এমন আরও হলেও একই ঘটনা ঘটছে। আসলে আমি নতুন প্রযোজক বলেই কি তারা আমার সঙ্গে এমনটি করছে? 

বরবাদ ছবির প্রযোজকের এমন হতাশার কথা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল তখন ফের বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রযোজক ইকবাল। তিনি বলেন, আমি বরবাদ ছবির প্রযোজকের ভিডিওটি দেখেছি। আমি সব দিক ভেবেই এই কথাগুলোই আমি কিছুদিন আগে বলেছিলাম। কিন্তু অনেকেই আমাকে ভুল বুঝেছে।  হ্যাঁ ছবিতে কিছুই বিষয় ছিল একটু কম দেখালেও হতো, সেসব বাদ দিলে ভালো সিনেমা হয়েছে বরবাদ। আমি আবারও বলছি কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি নিজেও একজন প্রযোজক, আমি চাইনা নতুন কোন প্রযোজক এসে আবার হারিয়ে যাক। আর সেই ভাবনা থেকেই আমার কথাগুলো বলা।

‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। এই ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এ ছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ