নারায়ণ সরকার (নয়ন) হবিগঞ্জ
হবিগঞ্জের মাধবপুরে ১ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামী,তারে কুল আমান শাহ (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন হরুষ পুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ হান্নান সঙ্গীয় ফোর্স সহ তেলিয়াপাড়ায় সুরমা (গোয়াছ নগর) এলাকায় অভিযান চালিয়ে তারে কুল কে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃত তারেকুর আমান শাহ মাধবপুর উপজেলার ৬নং শাহজাহান পুর ইউ/পি র সুরমা গোয়াছ নগর গ্রামের এনএ আজাদ পিকাশ আহাদের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ আল মামুন এ বিষয়ে নিশ্চিত করে জানান, তারে কুল আমান শাহ জিআর- ৩০০/২১( মাধবপুর), ২০১৮ এর সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড সাজাপ্রাপ্ত আসামী।৮ ই (এপ্রিল) মঙ্গলবারে সকাল বেলা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।