শিরোনাম
নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  রংপুরের আদালত প্রাঙ্গনে গনমাধ্যম কর্মীদের উপর হামলা, ক্যামেরা ভাংচুর : আহত-৮ বদলগাছীতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রম্যমান আদালত পরিচালনা কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার Dreaming Of Lions 2025 English Subtitles Magnet অভয়নগরে সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও গেট টুগেদার অভয়নগরে ‘মনিহার জাতের লাউ’ ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত  গজারিয়া টেংগারচর রাজিয়া কাদের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন বায়জিদ শ্রাবন কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার সেনাবাহিনীর সহায়তায় ফিরল নিজ গ্রামে
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

কেএনএফ-এর অত্যাচারে পালিয়ে যাওয়া বম পরিবার সেনাবাহিনীর সহায়তায় ফিরল নিজ গ্রামে

বার্তা সম্পাদক / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব সংবাদদাতা

বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ১৬ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সহায়তায় দীর্ঘ ১১ মাস পর বান্দরবানের থানচি উপজেলা সীমান্তে থানচি সদর ইউনিয়নের থানদুই বম পাড়ার ০৭টি পরিবারের ৩১ জন সদস্য নিজ বাড়িতে ফিরেছে। বুধবার ১৯ মার্চ দুপুরে থানচি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থানদুই বমপাড়ায় প্রবেশ করে তারা। 

এ সময় পাড়াবাসীকে সেনাবাহিনীর বাকলাই পাড়া সাব জোন ক্যাম্পের সেনাসদস্য কর্তৃক সুস্বাদু খাবার খাওয়ানো হয়। এছাড়াও আগত পাড়াবাসীদেরকে মেডিকেল সহায়তা ও ওষুধপত্র প্রদান এবং তাদের মাঝে শুকনা রসদ(প্রতিটি পরিবারকে চাল ১০ কেজি, আটা ২ কেজি, চিনি ২ কেজি, তেল ২ কেজি, ডাল ২ কেজি, লবণ ১ কেজি চা-পাতা ১ কেজি ও মসলা সামগ্রী) বিতরণ করা হয়।

থানদুই পাড়াবাসী জানায়, ২০২৪ সালে  এপ্রিল মাসে উপজেলার সোনালী ও কৃষি ব্যাংক দুইটিতে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যরা ভর দুপুরে ডাকাতি চালায় এবং পরবর্তীতে  বাকলাই পাড়া সেনা সাব জোন ক্যাম্পের সেনা সদস্যরা সশস্ত্র কুকিচিনদের আস্তানায় কে এন এফ সদস্যদের আটক করতে অভিযানে মাঠে নামলে বিভিন্ন সময়ে কেএনএফ সদস্যগন পাড়াবাসীর উপর নানা রকম নির্যাতন ও অত্যাচারের দ্বরুন তারা গ্রাম ছাড়তে বাধ্য হয়। ওই সময় নিরাপদে আশ্রয় নিতে মোট ১৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে সেনাবাহিনীর তত্ত্বাবধানের  ০৭ টি বম পরিবারের ৩১ জন সদস্য আজ বাড়িতে ফিরেছে। 

থানদুই পাড়ার বাসিন্দা চম থুন বম(৬৮) বলেন, ‘কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমস্যার কারণে আমরা দীর্ঘ দশ-বার মাস যাবৎ বনজঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। সেনাবাহিনীর আশ্বাসে আজকে বাড়িতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।’ 

থানদুই পাড়ার আরেক সদস্য লাল হো নাক (২০) বলেন, ‘প্রায় ১১ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় অনেক দিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

বসতবাড়িতে ফিরে আসা জিং থিয়ান কিম বম(৪৩) বলেন, দীর্ঘ এগারো মাস আগে তাঁরা পাড়া ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। সেনাবাহিনীর কারণে নিজ বাড়ি থানদুই পাড়ায় পরিবারসহ ফিরতে পেরে খুব আনন্দবোধ করছেন। 
২০২৪ সালে ২রা এপ্রিল থানচি উপজেলা সদরে কৃষি ও সোনালী ব্যাংকের ডাকাতির  পরবর্তীতে সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। অভিযানের পর এই  প্রথম ৭ পরিবারের নারী, পুরুষ, শিশুসহ মোট ৩১ জন ফিরলেন নিজেদের বাড়ি থানদুই পাড়ায়। 

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর জুবায়ের জানান, বম জনগোষ্ঠীর প্রত্যাবাসন ও ফেরত আসা জনগোষ্ঠীর চাকুরীর ব্যবস্থা, আর্থিক সহযোগিতা এবং প্রয়োজনীয় খাবারের রসদ সরবরাহ ইত্যাদি ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ব্যক্ত করেন। থানদুই পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এ ছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ