শিরোনাম
আলীকদমে জিআর খাতে চাল বিতরণ   সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা বান্দরবানের লামা ভ্যালি: কীভাবে যাবেন, কী দেখবেন বাংলা গানের জগতে আশীষ খীসার আত্মপ্রকাশ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আলীকদমে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লায়ন্স ক্লাব অফ চিটাগাং ক্লাসিকের দায়িত্ব হস্তান্তর-গ্রহণ এবং ডিজি টিম সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন  বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার ডাকে– কন্যা সুরক্ষা যাত্রা ও সমাবেশ সালমান আহমেদের কথায় খুশবুন বিন্দুর নতুন গান কুড়িগ্রাম-১ আসনে গণসংযোগ চালাচ্ছেন সাবেক ছাত্র নেতা ডাঃ মোঃ মাহফুজার রহমান মারুফ আলীকদমে বিএনপির উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিজয় র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদম উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারী মাসের বেতন হয়নি

বার্তা সম্পাদক / ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

আলীকদম সংবাদদাতা

বান্দরবানের আলীকদম উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বদলীজনিত কারণে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ জন প্রধান শিক্ষকসহ আড়াই শতাধিক সহকারী শিক্ষকের ফেব্রয়ারি মাসের বেতন হয়নি।

ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহাপরিচালক কর্তৃক আর্থিক ক্ষমতা পেতে বিলম্বের জেরে তিনি ফেব্রুয়ারি মাসের বেতন বিলে স্বাক্ষর করতে পারেননি জানা গেছে।

উপজেলার গয়ামঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন ও অসতি ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগম জানিয়েছেন, উপজেলার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২ জন প্রধান শিক্ষক রয়েছেন। ২৮টি বিদ্যালয়ে রয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা তারা এখনো পাননি। ফলে চলতি রমজান মাসে শিক্ষক-কর্মচারীদের দুর্ভোগ বেড়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানিয়েছেন বিষয়টি তিনি জানার পর জেলা প্রশাসক ও এডিসি (শিক্ষা) কে জানিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন বলেন, আলীকদম শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসারের আর্থিক ক্ষমতা নেই, অফিসারকে আর্থিক ক্ষমতা দিতে মহাপরিচালক বরাবর পত্র দেওয়া হয়েছে। শীঘ্রীই আর্থিক ক্ষমতা প্রদান সংক্রান্ত পত্র ইস্যু হলে বেতন-ভাতা প্রদান করা হবে।

কপি প্রেসক্লাব পোর্টাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ