মোঃ কামাল হোসেন
অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর বিরুদ্ধে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গত রোববার (১৬ মার্চ) উপজেলা পরিষদের আবাসিক এলাকার ১৩ জন স্বাক্ষরিত ওই স্মারক লিপি জেলা প্রশাসক অফিসে জমা করা হয়। স্মারক লিপি সূত্রে জানা গেছে, বর্তমান নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী নিজ প্রয়োজনে গেজেটেড কোয়ার্টার নিলাম পূর্বক, আবাসিক এলাকার কোয়াটারে বসবাসরত ছোট ছোট বাচ্চাদের খেলার মাঠ, সুপেয় পানির একমাত্র টিউবয়েল এর স্থান সহ সম্পূর্ণ এরিয়া তার নিজ স্বার্থে বাউন্ডারি র্নিমাণ করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্মারক লিপিতে আরোও উল্লেখ করা হয় যে, বিগত নির্বাহী কর্মকর্তা গণ বাচ্চাদের খেলার সামগ্রী সহ মাঠের উন্নয়ন, উপজেলা পরিষদের জন্য একটি আধুনিক মসজিদ নির্মান করাসহ নানা উন্নয়ন মুলক প্রকল্প গ্রহন করেন। অভিযোগ কারীদের দাবি জেলা প্রশাসক নিজে সরোজমিন পরির্দশন করে যথাযথ ব্যবস্থা নিবেন বলে বলে তাদের বিশ্বাস।
অভিযোগের বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে একজন অভিযোগকারী বলেন, ইউএনও স্যার নিজের প্রয়োজনে বাচ্চাদের খেলার মাঠ নষ্ট করছে। যেহেতু আমরা চাকুরী করি এর চাইতে বেশি কিছু বলতে পারছি না। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, আমার বিরুদ্ধে কোন অভিযোগ হয়েছে কিনা তা আমার জানা নেই।
যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, লিখিত কোন অভিযোগ বা স্মারক লিপি হাতে পাইনি। তবে স্থানীয় ভাবে বিষয়টি জেনেছি।