শিরোনাম
আলীকদম উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারী মাসের বেতন হয়নি The Metropolitan Opera: Fidelio 2025 HD Dow𝚗load Magnet গজারিয়া সর্ববৃহৎ অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস গজারিয়া ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, কাঠমিস্ত্রি আটক গণঅভ্যুত্থান স্মরণে রংপুরে জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান মুন্সিগঞ্জ-৩ সাবেক এমপি মৃণাল কান্তি ও তার স্ত্রীর নামে নতুন দুর্নীতি মামলা Living Large 2025 Must-see Films Magnet ইতালির পাদোভা শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি ঘোষণা ইসলামাবাদে কবি নুরুল হুদা সড়কের মরণ ফাঁদ, গর্ত ও ধুলােবালিতে পথচারীদের দুর্ভোগ
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

ইসলামাবাদে কবি নুরুল হুদা সড়কের মরণ ফাঁদ, গর্ত ও ধুলােবালিতে পথচারীদের দুর্ভোগ

বার্তা সম্পাদক / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে গুরুত্বপূর্ণ কবি নুরুল হুদা সড়কের সংস্কারের কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। ঠিকাদারের গাফেলতিসহ নিম্নমানের উপকরণ দিয়ে সড়কটি সংস্কার করা হলেও একমাস যেতে না যেতে সড়কটি ভেঙ্গে খানাখন্দকে চলাচল অনুপযোগী হয়ে পড়ে।

ইউনিয়নের খোদাইবাড়ি আরকান সড়ক থেকে শুরু হয়ে পুরো ইসলামাবাদে বিস্তৃত সড়কটি মরণ ফাঁদে পরিনত। বর্তমানে চলাচল সড়কটির কার্পেটিং খুলে ফেলায় বড় বড় গর্ত ও ধুলাবালির কারণে পথচারীদের দুর্ভোগ আর দুর্গতির শেষ নেই। প্রায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করেন পথচারী ও যাত্রীরা।

দেখা যায়, ইসলামাবাদ ইউনিয়নে কবি নুরুল হুদা সড়কটি ভেঙ্গে খানাখন্দকে ভরে গেছে। একমাস আগে থেকে এ সড়কের কার্পেটিং খুলে ফেলে দৃশ্যমান কিছু কাজ দেখা গেলেও বর্তমানে তেমন কোন কাজ দেখা যাচ্ছেনা। প্রতিদিন সাধারণ মানুষ ও পথচারীদের অভিযোগ সড়কটির পরিপূর্ণ কাজ কবে শেষ হবে। 

পরিপূর্ণ কাজ শেষ হলেও কিছুদিন যেতে না যেতে কার্পেটিং ভেঙ্গে গিয়ে পাথর বের হয়ে ছোট বড় গর্তের সৃষ্টি হয় । এসব গর্তে প্রায় সময় পানি জমে থাকে। এ কারণে পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। রিক্সা, ভ্যান,ব্যাটারি চালিত অটো ও মোটর সাইকেল চালকরা  চলাচল করতে গিয়ে প্রায় সময়ে দুর্ঘটনায় পতিত হয়। দীর্ঘদিন যাবত সড়কটি টেকসই সংস্কার না হওয়ায় চরম বিপাকে পড়েছেন পথচারীসহ সর্বস্তরের জনগন। হালকা বৃষ্টি হলেই সড়কে জমে থাকে কাঁদা-পানি। এ দুর্ভোগ কমাতে সড়ক ও জনপথ বিভাগ বা উপজেলা প্রশাসন এগিয়ে আসছেনা বলে স্থানীয়দের অভিযোগ।

ইসলামাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, এ সড়কের কাজসমুহ পরিষদের আন্ডারে না। 

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের সাংগঠনিক সম্পাদক কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম জানান, জনবহুল ও ব্যস্ততম কবি নুরুল হুদা সড়কটি দ্রুত সময়ে সংস্কার অতিব জরুরী। হরেক রকমের যানবাহন চলাচলে ধুলোবালির কারনে  বিপাকে পড়েন পথচারীরা।

ঈদগাঁও ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী জানান, কবি নুরুল হুদা সড়কটি বর্তমানে বেহাল দশায় পরিণত। যার কারনে প্রতিনিয়ত অসংখ্য পথচারী চলাচলে নানাভাবে কষ্ট পাচ্ছেন। দ্রুতগতিতে সংস্কারের দাবী এলাকাবাসীর। 

স্থানীয় সচেতন লোকজনের মতে, ঠিকাদারের অনিয়মের কারণে সড়কটির এ দুরবস্থা।  কাজের কাজ কিছুই নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ