শিরোনাম
আলীকদমে তারেক রহমানের উপহার: কলেজ শিক্ষার্থীদের মাঝে উপজেলা ছাত্রদলের বই বিতরণ 💔 “তুমি আমার নও আর—তবুও ভালোবাসি ফুয়াদ” মাধবপুরে আ.লীগ নেতা গ্রেফতার বাংলাদেশ জাতীয় আর্চারি লিগে রাহিম হোসেন চৌধুরী ও ইয়াসিনের ব্রোঞ্জ জয় গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই বান্দরবানে বিএনপির প্রার্থী ঘোষণার পরও কোন্দল থামেনি! – আলাদা দলীয় কর্মসূচিতে জনমনে প্রশ্ন আনোয়ারা ব্যাটারি চুরি নিয়ে দ্বন্দ্ব, হাতুড়ি দিয়ে আঘাত যুবক নিহত ‎দিনাজপুরে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে কাফন মিছিল আলীকদমে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন বদলগাছীতে শিক্ষার্থীদের তাড়া খেয়ে নদী সাঁতারিয়ে পালালেন সাবেক প্রধান শিক্ষক!
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

থানচিতে জাতীয় হালনাগাদ ভোটারের ছবিতোলা কার্যক্রম সম্পন্ন

বার্তা সম্পাদক / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

নিজস্ব সংবাদদাতা,
থানচি,বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলা  জাতীয় হালনাগাদ ভোটার তালিকায় নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হামিদ ।
১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০ টা থানচি উপজেলার সদর ইউনিয়নের সমাপনি ছবিতোলার কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও মোগাম্মদ আবদুল্লাহ -আল- ফয়সাল।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫ অর্খবছরের থানচি উপজেলার নতুন ভোটার আবেদন করা হয়েছে ১১৫২জন ৪৪ জন আবদেনের সামান্য ক্রুটি হওয়াই ১১০৮ জনকে ছবিতোলা হয়েছে বাকিদের ক্রুটিপুর্ন কাগজ পত্র জমা দিলে তাদের আবেদন উপজেলার
হালনাগাদহালনাগাদ ভোটার তালিকা পর্যবেক্ষণ ও
মনিটরিং কমিটি পর্যালোচনা করে গ্রহন করা ব্যবস্থা নেবে ।
এর মধ্যে ১নং রেমাক্রী ইউনিয়নে নতুন ভোটার সংখ্যা ৩৩০ জন, ২নং তিন্দু ইউনিয়নের  ২১৪ জন, ৩নং থানচি সদর  ৩১৫ জন এবং ৪নং বলিপাড়া ইউনিয়নে ২৪৯ জন।


গত ১৩ মার্চ হতে দুর্গম ইউনিয়নের ছবিতোলার কার্যক্রম শুরু করেন ১৮ মার্চ সমাপ্ত করেন সদর ইউনিয়ন পরিষদের।
তুন প্রজন্মে উদয়মান তরুণ-তরুণী এবং স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা নতুন ভোটার হতে পেরে উৎসব মুখর পরিবেশে ছবি তোলার কার্যক্রমের স্ব:স্ফুর্তভাবে নির্দিষ্ট কেন্দ্রে প্রতিটি ইউনিয়ন পরিষদে এসে ছবি তোলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আবদুল হামিদ জানান, পবিত্র রমজান মাস হওয়াই কার্যক্রম শুরুতে আমি চিন্তিত ছিলাম। কারণ পাহাড়ী অঞ্চলের পরিবেশ আলাদা, সমতলের পরিবেশের মতো নয়। এখানকার যাতায়ত ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা তেমন সুবিধের নয়। কিন্তু ছবি তোলা কেন্দ্রে গিয়ে দেখি নতুন ভোটারা ব্যাপক উৎসহ উদীপনায় নিয়ে ছবি তোলার  কেন্দ্রে আসছেন এবং স্বতস্ফুর্ত ভাবে আমাদের সহযোগীতা করছেন  এবং জনপ্রতিনিধিরা ও সহযোগীতা করছেন আমাদের অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীরা হালনাগাদ ভোটারে ছবিতোলা কার্যক্রম সম্পন্ন করতে পারায় আমি  মুগ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ