সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ২০% ডিস্কাউন্টে বুকিং চলছে

বার্তা সম্পাদক / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ২০% ডিস্কাউন্টে বুকিং চলছআর দেরি নয় এখনি বুকিং করুন মিরিঞ্জা ডেঞ্জার হিল এন্ড রেস্টুরেন্ট।

কিভাবে আসবেন
মিরিঞ্জা ডেঞ্জার হিল,, চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার , লামা পৌরসভা, লামা বান্দরবান।

🎀মিরিঞ্জা ডেঞ্জার হিল,,🎀

📱কল করুন 01310085338 নাম্বারে

মিরিঞ্জা ডেঞ্জার হিল,, ফ্যাসিলিটিঃ-

👍পিকনিক স্পট

👍 তাবু ক্যাম্পিং

👍জুমঘর

👍 নাস্তা সহ চার বেলা খাবার সুবিধা।

👍 গোসলখানা, ইত্যাদি

👍 মিরিঞ্জা ডেঞ্জার হিল,, থেকে একই সাথে পাহাড়, নদী, সাগর, সূর্যোদয়, সূর্যাস্ত লামা, আলীকদম ও বান্দরবানের সকল ট্যুরিস্ট স্পট দেখা ও উপভোগ করা যায়।

👮‍♂️উপজেলা সদর এবং আইনশৃঙ্খলা অফিসের ২.৫ কিঃমিঃ -এর মধ্যে হওয়ায় ১০০% নিরাত্তার নিশ্চয়তা।

📌ঢাকা থেকে সরাসরি হানিফ/শ্যামলী বাস পরিবহন যোগাযোগ আছে ঢাকা টু লামা।

📍ঢাকা টু কক্সবাজার গাড়ীতেও চকরিয়ায় আসতে পারেন,তারপর মিরিঞ্জা বাজার, লামা।

📌চট্রগ্রাম থেকে কক্সবাজারের গাড়ীতে করে চকরিয়া আসতে পারেন, তারপর মিরিঞ্জা বাজার, লামা।

✅চকরিয়া বাস টার্মিনাল থেকে বাস, সিএনজি, চাঁদের গাড়ি দিয়ে মিরিঞ্জা বাজার, আসা যায়।

🏍️ মিরিঞ্জা বাজার থেকে মোটরসাইকেল/চাঁদের গাড়ি নিয়ে চলে আসুন মিরিঞ্জা ডেঞ্জার হিলে।

📱কল করুন 01310085338 নাম্বারে।

বুকিং করুন হোয়াটসঅ্যাপে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ