বিনোদন ডেস্ক
ব্যথার সাগরে ভাসছে হৃদয়,
বেদনার ঢেউয়ে ক্লান্ত মন।
স্মৃতির পাতায় আঁধার ঘনায়,
হারিয়ে যাওয়া সেই প্রিয়জন।
চোখের কোণে অশ্রু জমে,
নীরবে কাঁদে ব্যথিত প্রাণ।
শূন্যতার হাহাকার দোলে,
থেমে গেছে যেন জীবনের গান।
স্বপ্নগুলো আজ ধূসর মলিন,
আশার আলো নিভে গেছে সব।
নিঃস্ব আমি, নিঃসঙ্গ একা,
ব্যথার আগুনে হৃদয় স্তব্ধ।