,
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার হিসেবে সদ্য আলীকদম কলেজের একাদশ শ্রেণির (২০২৫-২৬) সেশনের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) আলীকদম কলেজের মিলনায়তন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় ও দরিদ্র কলেজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। মোট ৫০ জন শিক্ষার্থীকে একসেট করে বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নুরুল সাফা ভুঁইয়া বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ রুহুল আমিন।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সদস্য মো. মিজান, সদস্য আয়াতুল্লাহ, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আরাফাতুল ইসলাম, চৈক্ষ্যং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তারেক রহমানের এই উপহার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা যোগাবে, যা একটি শিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।