নিউজ ডেস্ক
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে আর্চারি ট্রেনিং একাডেমি, টঙ্গী, গাজীপুরে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়
আর্চারি লিগ ২০২৫-এ দারুণ পারফরম্যান্স দেখিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রাহিম হোসেন চৌধুরী এবং ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ ইয়াছিন আরাফাত নিজেদের অসাধারণ দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে রিকার্ভ বিভাগে বাংলাদেশ আনসারের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
প্রতিযোগিতার ফলাফলে বাংলাদেশ বিমানবাহিনী ৫৪ পয়েন্ট নিয়ে প্রথম স্থান (স্বর্ণ), বিকেএসপি ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান (রৌপ্য), এবং বাংলাদেশ আনসার ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান (ব্রোঞ্জ) অর্জন করে। যবিপ্রবির এই দুই আর্চারের অসাধারণ অর্জন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনে নতুন গৌরব যোগ করেছে। উভয়ই বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী।