,
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকদের দাবি, এ ঘটনায় প্রায় ৩০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের দাসকান্দি বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ১টি ঔষধের দোকান , ১টি কাপড়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টায় প্রথমে ১টি দোকানে আগুন লাগে। সেই আগুন পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে অগ্নি নির্বাপক কর্মীরা যোগ দেয়। ১ ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘খবর পেয়ে ভোর পৌণে ৫টায় আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গজারিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করতে আমাদের ১ ঘন্টার বেশি সময় লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।’
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এমন একটি খবর আমরাও পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।