,
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনায় হাতুড়ি দিয়ে আঘাত মো. ইউনুচ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় হাজিগাঁও কটনমিল এলাকায় ব্যাটারি চুরির ঘটনায় নিলয় ও ইউনুচের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে ইউনুচকে তার ঘরে ঢুকে স্থানীয় ডাকাত শওকত আলী ও নিলয় হাতুড়ি দিয়ে আঘাত করে। তবে পালানোর সময় স্থানীয়রা নিলয়কে ধরে মারধর করলে শওকত পালিয়ে যায়।পরবর্তীতে ইউনুচকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পিতা ইয়াকুব আলী বলেন , আমার ছেলে ইউনুচ একজন দিনমজুর এবং বাবুর্চির সহকারী হিসেবে বিয়ে অনুষ্ঠানে কাজ করতেন। তার , স্ত্রী ও ছোট ছোট দুই শিশু কন্যা রয়েছে।ডাকাত মোহাম্মদ আলী নিদর্শশে শওকত আলী ও নিলয় আমার ছেলেকে হত্য করে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে এবং শওকত আলী গ্রেপ্তার করার চেষ্টা চলমান রয়েছে।
এলাকার সূত্র জানা যাই রাত হলে ডাকাত মোহাম্মদ আলী ও তার ভাই শওকত আলী ও নিলয় হাজিগাঁও কটনমিল এলাকায় চুরি ছিনতাই গাজা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণসহ নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে আসছে। থানায় এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।