নারায়ণ সরকার নয়ন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার (ফতেহগাজী মাজার) এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তিন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বাখরনগর গ্রামের মো. টেনু মিয়া (৫০) (পিতা: আজগর আলী), রাজাপুর গ্রামের কামাল (৫০) (পিতা: মৃত বাবুল আক্তার) এবং বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের মো. জসিম উদ্দিন (৩৭) (পিতা: মো. আব্দুল হান্নান)।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক চাঁন মিয়ার নেতৃত্বে এবং উপপরিদর্শক মীরা রানীর উপস্থিতিতে গাঁজা সেবনের দায়ে তাদের আটক করা হয়।
পরে মোবাইল কোর্টে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম।
অভিযান শেষে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না।