,,
তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চাপের মুখে চরম কাঁপছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৮ অথচ শয্যার সংখ্যা মাত্র ৫০। এর ফলে অনেক রোগী আক্রান্ত সত্ত্বেও শয্যা না পেয়ে ভোগান্তিতে পড়ছেন।
রোগীদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পর্যাপ্ত তদারকি এখনো কার্যকরভাবে দেওয়া হচ্ছে না। শুধু ভর্তি করাই নয়, রোগীদের সঠিক চিকিৎসা ও তৎপরতা প্রয়োজন, মন্তব্য করেছেন এক রোগীর স্বজন।
স্থানীয়রা দাবি করছেন, দ্রুত অতিরিক্ত শয্যা, চিকিৎসক ও নার্স নিয়োগের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ নেওয়া হোক। জনগণ সেবা চায়, দায়িত্ব এড়িয়ে নয়। আমরা চাই উপদেষ্টা ও স্থানীয় প্রশাসন আমাদের পাশে দাঁড়াক, জানিয়েছেন স্থানীয়রা।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা ও স্থানীয় কর্মকর্তাদের প্রতি আহ্বান, স্বল্প সময়ে কার্যকর ব্যবস্থা নিলে সাফল্যের ছাপ মানুষ মনে রাখবে। ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও দ্রুত পদক্ষেপ না নিলে বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কা থাকছে।
উল্লেখযোগ্য, এ মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আক্রান্তদের যত্ন ও পর্যাপ্ত চিকিৎসা না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।