–
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদম উপজেলায় নবপ্রতিষ্ঠিত আলীকদম কলেজের প্রশাসনিক ভবন ও শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে পাহাড়ি জনপদের মানুষের বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে। একসময় ‘স্বপ্নের নাম’ হিসেবে পরিচিত আলীকদম কলেজ আজ নিজস্ব স্থাপনায় নতুন যাত্রা শুরু করেছে।
সোমবার (০৩ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন ভবন ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই।
অনুষ্ঠানে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলমের সভাপতিত্বে ও কলেজ অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন,
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর,
আলীকদম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানা,
ও আলীকদম থানা অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন।
এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
> “আলীকদম কলেজ পাহাড়ি জনপদের তরুণদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এখান থেকেই গড়ে উঠবে শিক্ষিত, সচেতন ও উন্নয়নমনস্ক সমাজ।”
তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষকদের বেতন বাবদ ২ লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।
স্থানীয়দের প্রত্যাশা—
আলীকদম কলেজের নিজস্ব ভবনে পাঠদান শুরু হওয়ায় এই অঞ্চলে উচ্চশিক্ষার আলো আরও দূর-দূরান্তে ছড়িয়ে পড়বে।