———-
মাইনুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাল টাকাসহ ফারুক মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক ফারুক মিয়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মিয়া বাজারের মা— বাবার দোয়া লাইব্রেরীর দোকানদার মোঃ শরিফুল ইসলাম শামীমের একটি বিকাশ দোকানে ২০ হাজার টাকা সেন্ড মানি করতে গেলে টাকাগুলো সন্দেহ জনক মনে করেন। পরে জাল টাকা গুলো অন্য একজনকে দেখার পর নিশ্চিত হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১৯,হাজার ৫০০ টাকার জাল নোট গুলো উদ্ধার করে ফারুককে গ্রেপ্তার করে উলিপুর থানার এসআই আশরাফুল, এসআই ফারুক, এএসআই হিরো কামাল সহ উপস্থিত ছিলেন আনসার ভিডিপির দলো নেতা মোঃ মঞ্জু মিয়া।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে জানান— ঘটনার পর আটক যুবকের বিরুদ্ধে দণ্ডবিধি-১৮৬০ এর ৪৮৯(ক)-(ঘ) ধারা এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(ক) ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল—হাজতে পাঠানো হয়েছে।”স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে প্রায়ই বাজারে জাল টাকার লেনদেন বেড়ে যাওয়ায় সকল ব্যবসায়ী দেরকে সতর্ক থাকতে বলেন।