———-
টি আই মাহামুদ
বান্দরবান জেলার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কৈয়াঝিড়ি এলাকায় রত্নানন্দ বৌদ্ধ বিহার ও আন্তর্জাতিক অনাথশিশু সেবা সনদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অষ্ট-পরিষ্কার সহ সংঘদান ও দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, ইউপি সদস্য নুরুল ইসলাম ও স্থানীয় হেডম্যান উক্যজাই মার্মা।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান এম. কফিল উদ্দিন বৌদ্ধ বিহার ও শিশু সেবা সনদ পরিদর্শন, ভান্তে ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিহার উন্নয়নে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় স্থানীয় এলাকাবাসী অতিথি ভান্তেদের জন্য একটি আবাসন ঘর ও একটি জেনারেটরের দাবি জানান। চেয়ারম্যান এম. কফিল উদ্দিন তাদের দাবির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বীসহ ৫শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।