আব্দুল কাদের,নিজস্ব প্রতিনিধি
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে চালু হয়েছে খুলনার আধুনিক কারাগার। শনিবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কারাগারটি চালু করা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি প্রিজন ভ্যানে করে বন্দিদের নতুন কারাগারে স্থানান্তর করা হয়।কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ বলেন, পুরাতন কারাগার থেকে ১০০ জন কয়েদিকে নতুন কারাগারে আনা হয়েছে। ক্রমান্বয়ে বন্দির সংখ্যা বাড়বে। ভবিষ্যতে মেট্রোপলিটন এলাকার বন্দিরা পুরাতন কারাগারে থাকবে। আর এখানে মেট্রোপলিটন এলাকার বাইরের বন্দিরা থাকবে। এখানে বন্দিরা খোলামেলা পরিবেশে ভালো থাকবে।
তিনি বলেন, ধারণ ক্ষমতার বাইরে বন্দিরা থাকে-এই অভিযোগটা খুলনায় থাকবে না। এখানে হাসপাতাল আছে, সমাজ সেবার অফিস, লাইব্রেরি আছে, ডে কেয়ার সেন্টারসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা এখানে দেওয়া হবে। আত্মকর্মসংস্থানমূলক অনেক কাজ হবে এখানে।