,
টি আই মাহামুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ নভেম্বর (শুক্রবার) বিকেলে সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ বটতলী পাড়ায় আয়োজিত এই সভায় সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহফুজুর রহমান মোর্শেদ এর সঞ্চালনায় ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ ছাবু সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলীকদম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বশর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সন্তোষ কান্তি দাস।
[caption id="attachment_4079" align="alignnone" width="300"]
oplus_0[/caption]
বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মোঃ আমির এবং চৈক্ষ্যং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহেল।
সভায় বক্তারা বলেন, “বিগত ১৫ বছর আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, জেল-জুলুমের শিকার হয়েছি। ঘরে ঘুমাতে পারিনি।”
তারা আরও বলেন, “এবার সময় এসেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার শপথ নিতে হবে।”
বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।