
মোঃ বাবুল মিয়া, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নে পাহাড় খেকোদের অবাধ দৌরাত্ম্যে হুমকির মুখে পড়েছে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য। বিশেষ করে পাহাড়ঘেঁষা এলাকাগুলোতে রাতের আঁধারে চলছে পাহাড় কেটে মাটি ও বালু বিক্রির মহোৎসব।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভদ্রতার মুখোশ পরা একদল প্রভাবশালী ব্যক্তি রাতের অন্ধকারে পাহাড় কেটে মাটি ও বালু পাচার করছে। প্রশাসনের অভিযানের খবর আগেভাগে পেয়ে তারা পালিয়ে যায়। এদের সহযোগিতায় রয়েছে পাহাড়ের নিচে বসানো নজরদারি দল— যারা প্রশাসনের গাড়ি এলেই মোবাইলে খবর পাঠায়। ফলে অভিযানে গিয়েও প্রায়ই খালি হাতে ফিরতে হয় কর্মকর্তাদের।
স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধুমাত্র প্রশাসনের ওপর নির্ভর না থেকে জনগণের অংশগ্রহণ জরুরি। প্রতিটি ইউনিয়নে ‘পাহাড় রক্ষা কমিটি’ গঠন করা গেলে পাহাড় খেকোদের দৌরাত্ম্য রোধ করা সম্ভব হবে।
---
লোহাগাড়ার পাহাড় ও পরিবেশ রক্ষায় এখনই জরুরি উদ্যোগ না নিলে ভবিষ্যতে এই এলাকা পরিণত হবে ধ্বংসভূমিতে। পরিবেশ রক্ষায় প্রশাসন, জনগণ ও গণমাধ্যমের সম্মিলিত পদক্ষেপ এখন সময়ের দাবি।