আতিকুর রহমান, আলীকদম (বান্দরবান)
বান্দরবানের আলীকদমে স্থানীয় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১০টায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
আলীকদম মৈত্রী জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সকাল থেকেই ভিড় জমে সাধারণ মানুষের।
চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে সার্জারি, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা, নবজাতক ও শিশু, হৃদরোগ ও মেডিসিন, হাড়ভাঙা ও অর্থোপেডিক্স, নিউরোসার্জারি এবং গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।
আয়োজকরা জানিয়েছেন, দুর্গম এ অঞ্চলের মানুষ যাতে ঘরোয়া পরিবেশে উন্নত চিকিৎসা সেবা পেতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দিনব্যাপী ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তার গোলাম মোস্তফা নাদিম বলেন,“আমরা যেভাবে রোগীদের সাড়া পেয়েছি, তাতে ভবিষ্যতে আবারো এ ধরনের ক্যাম্প আয়োজন করব।”
এ ধরনের উদ্যোগে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান মৈত্রী জুনিয়র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন।