শিরোনাম
গজারিয়া অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি ডেঙ্গুর প্রকোপে চরম চাপ হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গজারিয়া অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি আলীকদম কলেজের নিজস্ব ভবনে পাঠদান শুরু : পূরণ হলো জনপদের স্বপ্ন বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ পরিবর্তনের প্রত্যয়ে আলীকদমে সহকারী শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন বাবুপাড়ার মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Austrian NGO SONNE International Extends Financial Aid for Journalist Touhidul Islam’s Medical Treatment সাংবাদিক তৌহিদুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল অষ্ট্রিয়া এনজিও সংস্থা  সোনে ইন্টারন্যাশনাল রিজিয়ার সঙ্গে মঞ্চ মাতালেন সেলিম
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে: রংপুরে শিবির সভাপতি

সম্পাদক প্রকাশক / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

———-
রিয়াজুল হক সাগর, রংপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একাত্তর আমাদের জাতীয় ইতিহাস ও গৌরবের অংশ, এটি কারও একার সম্পত্তি নয়। কিন্তু আওয়ামী লীগ একাত্তরকে নিজেদের একান্ত সম্পত্তি বানিয়ে একে একটি রাজনৈতিক শিল্পে পরিণত করেছে। তিনি আরও বলেন, যারা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ। কিন্তু স্বাধীনতার পর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন, তারা পাকিস্তানের শাসকদের চেয়েও বড় স্বৈরশাসকে পরিণত হয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকালে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার আয়োজনে নবীনবরণ ও ডিপার্টমেন্ট প্লেসধারী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে সুস্থ ধারার ছাত্র রাজনীতি বহুদিন অচল অবস্থায় ছিল। আলহামদুলিল্লাহ, এখন তা কাটতে শুরু করেছে। ইতোমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করি, ধাপে ধাপে দেশের অন্যান্য ক্যাম্পাসেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, একাত্তরের শহীদদের ত্যাগকে যথাযথ মর্যাদায় রেখে আমাদের চব্বিশের প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরোনো, ফ্যাসিবাদী ও একচেটিয়া রাজনীতির দিন শেষ। যারা এখনও সেই ধারা বজায় রাখতে চায়, ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে।

ছাত্রশিবির সভাপতি বলেন, পাঁচই আগস্টের পর আমরা দেখেছি, শিক্ষাঙ্গনে একধরনের পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। সাধারণ শিক্ষার্থীরাও চায় তাদের ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত, অংশগ্রহণমূলক এবং আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা হোক। এই দাবির প্রেক্ষিতেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক দৃষ্টান্ত।

তিনি আরও যোগ করেন, আমরা সবসময়ই আলোচনা, সংস্কার ও আইনি ভিত্তির পক্ষে। প্রশাসন যদি ছাত্রশিবিরের সহযোগিতা চায়, আমরা অবশ্যই দায়িত্বশীলভাবে সহযোগিতা করব ইনশাআল্লাহ। তবে এই প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও আইনসম্মতভাবে সম্পন্ন হয়, সেটিই আমাদের প্রধান প্রত্যাশা।

কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা।

এসময় নবীনবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, শিবিরের কারমাইকেল কলেজ শাখার সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অনার্স (২০২৪-২৫) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিভাগীয় মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ