Oplus_131072
-মাহফুজা রহমান
ইকরা মনি
রুপের খনি,
গরীব ধনী
বুঝেনা গুণী!
কাঁধে তাহার
দ্বায়িত্ব ভার,
ব্যস্ত নগর
কে বা কাহার!
বাবা আরজ
নেয়না খোঁজ,
জননী তার
ফুল বেকার!
এই শহরে
রোজই ফিরে,
ভাঙা বোতল
বেচবে কাল!
ছালাটি তার
হয়েছে ভার,
সন্ধ্যা ঘনালে
ভাবনা চলে!
একটু পাশে
পথটা ঘেঁসে,
ছাউনি ঘেরা
ঘরের বেড়া!
বলছি তবে
কোথায় যাবে,
আমার ঘরে
ফিরবো ওরে!
যাওনা নিয়ে
দূরের গাঁয়ে,
বলছি এসো
জলদি বসো!
তাহার হাসি
দেখলে মাসি,
জগৎ বাসী
ভাববে বসি!
বলছি তারে
খুশি কেনরে
ইকরা বলে
ফিরবো কোলে!
ধানমন্ডি,ঢাকা
২৬-১০-২০২৫