মােঃ জাহিদ হোসেন
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ৭ দফা দাবিতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের বাড়ি ভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং ইবতেদায়ী মাদ্রাসা ও নন এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা এমপিওভুক্তির দাবিতে এই শিক্ষক সমাবেশ ও স্মারকলিপি প্রদানের আয়োজন করে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখা।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের সামনের রাস্তায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান রাজু'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে।
শিক্ষকদের ৭ দফার মধ্যে রয়েছে-বাড়ি ভাড়া ৪৫% করা, চিকিৎসা ভাতা ১,৫০০/-টাকা প্রদান, শতভাগ উৎসব ভাতা প্রদান করা, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা, নন এমপিও শিক্ষকদের চাকুরি ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করা এবং
স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিও শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করা।
সমাবেশ ও স্মারকলিপিতে অবিলম্বে শিক্ষকদের ৭ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।
সমাবেশ ও স্মারকলিপি প্রদানের সময় আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, মােঃ তৈয়ব আলী, প্রভাষক মোঃ মেহরাব আলী, কলেজ পরিষদের সভাপতি হাবিবুর রহমান, মাদ্রাসা পরিষদের সভাপতি মাসুম তারিফ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি লুৎফর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি ওমর ফারুক, শিক্সষক নেতা আকমল হোসেনহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।