——
আলীকদম সংবাদদাতা
বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ি উপজেলা আলীকদমে আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ব্যাটালিয়ন সদরে এ সহায়তা প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী পিএসসি।
জানা যায়, গত এক মাস পূর্বে সাংবাদিক তৌহিদুল ইসলাম পা পিছলে পড়ে গুরুতর আহত হন। এতে তার ডান পায়ের রানের গোড়ার অংশ ভেঙে যায় এবং চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন ধরে শয্যাশায়ী অবস্থায় আছেন। বিষয়টি জানার পর আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক তার বর্তমান অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) প্রতিষ্ঠার পর থেকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আলীকদম, লামা ও থানচি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি সদস্যরা দুর্যোগকালীন সময়ে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিদ্যালয় স্থাপনসহ নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী পিএসসি বলেন,
“সাংবাদিক সমাজ জাতির বিবেক। তারা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। একজন সাংবাদিক সংকটে পড়লে আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ যেন তৌহিদুল ইসলামের দ্রুত সুস্থতা দান করেন — এ দোয়া করছি।”
সাংবাদিক তৌহিদুল ইসলাম বিজিবির এ মানবিক সহায়তার জন্য অধিনায়ক ও আলীকদম ব্যাটালিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।