-----------
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদম সীমান্ত সংলগ্ন মায়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক মায়ানমার নাগরিক নিহত ও এক বাংলাদেশী আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে সীমান্ত পিলার-৫৫ (বিপি-৫৫) এর পশ্চিমে মায়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, নিহত ও আহত দুইজনই জুম চাষী ছিলেন। সকালে তারা জুম ক্ষেত পরিদর্শনে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণের শিকার হন। এতে ঘটনাস্থলেই মায়ানমার নাগরিক মেনথ্যাং (৪০), পিতা তাংলাই, নতুনপাড়া, (মায়ানমার) মারা যান। আহত হন বাংলাদেশী নাগরিক ম্যাংসার মুরং (৩০), পিতা শাংওয়ান, গর্জনপাড়া, ৪ নং কুরুকপাতা, আলীকদম।
বিজিবি জানায়, নিহতের মরদেহ মায়ানমার সীমান্তের ভেতরেই রয়েছে। আহত বাংলাদেশী নাগরিক বিস্ফোরণের পর নিজেই তার গ্রামে ফিরে আসেন।
কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন, এখনও হাসপাতালে নেওয়া হয়নি। নিহত ও আহত দুজন পরস্পর আত্মীয়। তারা জুম ক্ষেতে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন।
আলীকদম উপজেলার সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।