পুড়ে পুড়ে ছাই হলো
আগুনহীন আগুনে ,
এমন পিরিতি আসে
একদিন সবার জীবনে।
মন মহুয়ায় ফাগুন আসে
ভালোবাসে অপরুপ ছবি,
জীবন খাতার পাতায় পাতায়
সাজায় রঙিন পৃথিবী,
স্বপ্নে গড়া অভিমান প্রাপ্তি
খুঁজে যায় কতজনে।।
উপমার সর্বনামে স্বপ্নছূয়ে
একাকী নিরব বাস্তবতা,
পাওয়া না পাওয়ার ইচ্ছে
ফিরতে চায় আপন সত্তা,
বিরহ সুখ শ্রাবণে ভাসে মন
অজানা অভিমানে।।
এই এমন মন ফিরবেনা বলে
ফিরতে চায় বারেবারে,
কি যে মায়া, মায়ার চাদরে
রেখেছে যারে আদরে,
শুনতে পায় সমুদ্র ছোঁয়া
মাতাল বাতাসের কানে।।