টাকা-গয়না নিয়ে পালালেন মেকআপম্যানের স্ত্রী
সম্পাদক প্রকাশক
-
Update Time :
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
-
১০৯
Time View

——–
রিয়েল তন্ময়
শোবিজ অঙ্গনের পরিচিত মেকআপশিল্পী মনির হোসেন এখন চরম মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। সম্প্রতি তার স্ত্রী রিয়া আক্তার প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে এক প্রেমিকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।
মনির জানান, হঠাৎ একদিন দেখি রিয়া বাসায় নেই। খোঁজ নিয়ে জানতে পারি, সে আমার সঞ্চিত সব টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের সম্পর্কটা ভালো ছিল কিন্তু এমন বিশ্বাসঘাতকতা করবে তা ভাবতেও পারিনি।
তিনি আরও বলেন, “গত বছর পারিবারিকভাবে রিয়াকে বিয়ে করেছিলাম। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ করে গত মাসে বাসা থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। এখন আদালতে মামলা করেছি। কেউ তাকে সন্ধান দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।”
রিয়া আক্তারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে শোবিজ অঙ্গনে কাজ করছেন মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে তার মেকআপের আলাদা সুনাম রয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশের শিল্পীরাও তার হাতে সাজিয়েছেন নিজেদের।
Please Share This Post in Your Social Media
More News Of This Category