নিজস্ব প্রতিনিধি
টানা ৪ দিন বন্ধ থাকার পর আবারও রাজশাহী বিভাগের তিন জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা থেকে দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।
তিনি জানান, বাস শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষ এক মাস সময় চেয়েছেন। দুপক্ষের আলোচনার ভিত্তিতে বাস চলাচল আবার শুরু হয়েছে।
জানা গেছে, ২৬ সেপ্টেম্বর সকাল থেকে মালিকপক্ষ হঠাৎ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা করে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও হানিফ কেটিসি পরিবহনের বাস চলেনি। এ সময় কেবল একতা ট্রান্সপোর্ট ও স্থানীয় (লোকাল) বাসগুলো চলাচল করেছে।এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় রাজশাহী-ঢাকা রুটে সাময়িকভাবে বাস চলাচল শুরু হয়, তবে কিছু সময় পর আবারও বন্ধ হয়ে যায়।