প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৫৬ এ.এম
আলীকদমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক
----
টি আই মাহামুদ
শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় পাঁচটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিজিবি ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী পিএসসি।
রোববার (তারিখ উল্লেখযোগ্য) তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদ্যাপন কমিটির সদস্যদের সঙ্গে কৌশলগত বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহযোগিতা তুলে দেন।
এ সময় লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, “দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বদা সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। পাহাড়ি-বাঙ্গালি সকলের মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য ধরে রাখতে হবে।”
পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিজিবির এ ধরনের সহযোগিতা স্থানীয়ভাবে পূজা আয়োজনকে আরও সুন্দর ও নিরাপদ করে তুলবে।
পরে বিজিবি অধিনায়ক পূজা মণ্ডপ পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যদের সঙ্গে আলাপ করেন এবং উৎসব চলাকালীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650