আতিকুর রহমান
আলীকদম (বান্দরবান)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবিকৃত নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ও ১৪তম গ্রেডে আপগ্রেডেশনসহ অন্যান্য যৌক্তিক দাবির লক্ষ্যে কর্মবিরতি কর্মসূচি শুরু হবে।
আগমী মঙ্গলবার (১ অক্টোবর ২০২৫) থেকে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, আলীকদম উপজেলা শাখার উদ্যোগে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি কার্যক্রম শুরু হবে। কর্মবিরতির কারণে ইপিআই কার্যক্রম, জাতীয় টিকাদান ক্যাম্পেইনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকবে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করবে স্বাস্থ্য সহকারীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে তাদের পদোন্নতি, বেতন কাঠামো উন্নয়ন এবং অন্যান্য ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে হয়েছে।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন, আলীকদম উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
