টি আই মাহামুদ, বিশেষ প্রতিবেদক
বাংলাদেশে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো বিরল ঐকমত্যে পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মসূচি জাতীয় পর্যায়ে কার্যকর করতে সরকারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এখন সময়ের দাবি।
সম্প্রতি গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের কাছে প্রস্তাবনা পাঠান। ইতিবাচক সাড়া পাওয়ার পর তিনি বলেন— “রাষ্ট্র যদি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সকলের মতামতের আলোকে শিগগিরই পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করা হবে।”
রাজনৈতিক দলের প্রতিক্রিয়া
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, বিএনপি সরকার গঠন করলে এ কর্মসূচি শতভাগ বাস্তবায়ন করবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম উল্লেখ করেন, রাষ্ট্র নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে বাস্তবায়ন সহজ হবে।
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারকে পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত বাংলাদেশ নিশ্চিত হলে দেশ সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রের পথে অগ্রসর হবে।”
গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, এ কর্মসূচি বাস্তবায়নে তারা সরকারকে চাপ সৃষ্টি করবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের মেঘমল্লার বসু সবুজায়নের জন্য রাষ্ট্রীয় নীতি ও নবায়নযোগ্য জ্বালানির রূপরেখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মতামত
ঢাকা পার্বত্য চট্টগ্রাম সমিতি সভাপতি এ এইচ এম ফারুক বলেন, সম্মিলিত প্রয়াস জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
সমাজসেবক কাজী আবু জাররার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্যোগটির প্রশংসা করেন।
শিক্ষক মোহাম্মদ আলমগীর প্রস্তাব করেন, জাপানের মতো স্কুল-কলেজে প্র্যাকটিক্যাল শিক্ষার অংশ হিসেবে পরিচ্ছন্নতা ও সবুজায়ন অন্তর্ভুক্ত করা হোক।
গ্রীন পলিসি মুভমেন্টের দৃষ্টিভঙ্গি
আন্দোলনের সদস্য সচিব তানভির ইসলাম বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন বাস্তবায়নের মাধ্যমে পরিবেশ বদলাবে, আর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে উঠলে অন্ধকার দূর হবে।
আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু যোগ করেন— “সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় স্বর্গভূমি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা ভালোবাসা ছড়ানো এবং সৎকর্মের প্রতিযোগিতার মাধ্যমে শান্তিময় বিশ্ব গড়ে তুলতে চাই।”
প্রেক্ষাপট ও নেতৃত্ব
মহিউদ্দিন বন্ধু একজন তরুণ সমাজসেবক ও মানবাধিকারকর্মী। তিনি আলীকদম উপজেলাকে ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী গড়ে তোলা, পরিবেশবান্ধব উন্নয়ন, প্রবীণসেবা কেন্দ্র, ভিক্ষুকমুক্ত বাংলাদেশ এবং তামাকমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার মতো বহুমুখী উদ্যোগে কাজ করছেন। আন্তর্জাতিকভাবে তিনি নেদারল্যান্ড কিংস ফাউন্ডেশন কর্তৃক ২০১৯ সালের শিশু পুরস্কার অর্জন করেন।
সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রতিশ্রুতিতে এ কর্মসূচি জাতীয়ভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ কেবল একটি পরিচ্ছন্ন, সবুজ ও মাদকমুক্ত রাষ্ট্রেই পরিণত হবে না, বরং বৈশ্বিক পর্যায়েও একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।