শিরোনাম
বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রুপলাল দাসের মেয়ের বিয়ে নেই কোন আনন্দ পরিবর্তনের প্রত্যয়ে আলীকদমে সহকারী শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন বাবুপাড়ার মিতংগ্যা মার্মা কর্তৃক পাড়াবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন Austrian NGO SONNE International Extends Financial Aid for Journalist Touhidul Islam’s Medical Treatment সাংবাদিক তৌহিদুল ইসলামের চিকিৎসায় আর্থিক সহায়তা দিল অষ্ট্রিয়া এনজিও সংস্থা  সোনে ইন্টারন্যাশনাল রিজিয়ার সঙ্গে মঞ্চ মাতালেন সেলিম অবশেষে চালু হলো খুলনার আধুনিক কারাগার, কয়েদিদের ফুল দিয়ে বরণ গজারিয়া সড়ক দূর্ঘটনায় সাংবাদিক আহত বাঘায় বেল্লাল মন্ডলের সন্ত্রাসী কর্মকাণ্ডে উত্তাল অঞ্চল, ষড়যন্ত্রের শিকার বৈধ বালু ব্যবসায়ী ইঞ্জিনিয়ার কাকন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর ১০ ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

বাংলাদেশে শতভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা , সবুজায়ন,মাদকমুক্ত  করতে সকল রাজনৈতিক দলের ঐক্যমত – সরকার কি বাস্তবায়নে নীতিগত সিদ্ধান্ত নিবে?

সম্পাদক প্রকাশক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_0

টি আই মাহামুদ

জাতীয় স্বার্থে সাংগঠনিকভাবে “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি” এবং “মাদকমুক্ত বাংলাদেশ কর্মসূচি” বাস্তবায়ন প্রত্যেকটি রাজনৈতিক দলকে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণর জন্য প্রস্তাবনা পেশ করেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু।

সকলের ইতিবাচক সারা পেয়ে  গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু বলেন সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন জোরালো ভুমিকা এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের ছোঁয়া পাবে। আরো বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন ,মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সকলের মতামতের আলোকে  পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করব। তাঁর আশা রাষ্ট্র সম্মিলিতভাবে দৃঢ়ভাবে পদক্ষেপ গ্রহণ করবে।

এবিষয়ে সকল রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাবনা পেশের পর তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

@ “আমরা উক্ত বিষয়ে সম্পূর্ণ একমত, আমরা এই বিষয়ে কাজ করব। বিএনপি সরকার গঠন করলে এ বিষয় শতভাগ বাস্তবায়ন করবে।আমরা প্রস্তাবনা চিঠিটি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান)কাছে পাঠিয়ে দিচ্ছি।

রাকিবুল ইসলাম রাকিব

সভাপতি, ছাত্রদল।

@ “উক্ত প্রস্তাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়ে কাজ  করবো, তবে রাষ্ট্র নীতিগতভাবে সিদ্ধান্ত না নিলে এর পূর্ণ বাস্তবায়ন করা কঠিন হবে।”

জাহিদুল ইসলাম,

সভাপতি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

@ “উক্ত বিষয়ে আমরা সম্পূর্ণ একমত। উক্ত প্রস্তাব বাস্তবায়নে আমরা কাজ করবো।”

সামান্তা শারমিন

যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টির (NCP)।

@ “আমাদের দেশের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, সকল অংশীদারদের সমন্বয়ে যে একটি সমন্বিত নীতি প্রণয়ন দরকার, সেটা হয়নি।আপনাদের এই উদ্যোগকে জাতীয় নাগরিক পার্টি স্বাগত জানায় ,আপনাদের উদ্যেগে এগিয়ে নিতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নগরায়ন এর সাথে সাথে যুব সমাজের মাঝে মাদক এর ভয়াবহতা তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করবে। চমৎকার উদ্যোগের জন্য  গ্রীন পলিসি মুভমেন্টকে আন্তরিক অভিনন্দন।

সাইফুল্লাহ হায়দার

যুগ্ম মুখ্য সংগঠক ,জাতীয় নাগরিক পার্টির (NCP)।

@ “প্রস্তাবটা চিঠিটা পেয়েছি ,উক্ত বিষয়ে আমাদের পরিবেশ টিম  কাজ করবে।

নাহিদ ইসলাম

আহ্বায়ক,জাতীয় নাগরিক পার্টির (NCP)।

@ “প্রস্তাবনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান জলবায়ু পরিবর্তনের কারনে যে সকল দেশ সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, তার মধ‍্যে বাংলাদেশ অন্যতম। অথচ আমাদের প্রতিদিনকার যাপিত জীবন আচরন ও রাষ্ট্রাচারে তার প্রতিফলন দেখছি না। অপরিকল্পিত ও পরিবেশ বিধ্বংসী উন্নয়ন ও নগরায়ন আমাদের বর্তমান শুধু না ভবিষ্যৎকেও অনিশ্চিত করে তুলছে। এবি পার্টি মনে করে যে সরকার ও রাষ্ট্র পরিচালনাতে তাই জলবায়ু ও পরিবেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

সাধারণ সম্পাদক

আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)।

@ “উদ্যোগটি খুব চমৎকার। পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা, সবুজায়ন, মাদকমুক্ত বাংলাদেশ  বাস্তবায়নের মাধ্যমে স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। সকল রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠনের জোরালো ভূমিকা এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

সাদিক কায়েম

ভিপি, ডাকসু।

@” বাংলাদেশে সবুজায়নের রাষ্ট্রীয় নীতি প্রণয়ন করা প্রয়োজন। শিল্পায়নের ক্ষেত্রেও প্রকৃতি সচেতন বিধিমালা থাকা প্রয়োজন। জীবাশ্ম জ্বালানির থেকে কীভাবে আমরা নবায়নযোগ্য জ্বালানিতে যেতে পারি তার দীর্ঘমেয়াদী রূপরেখা দরকার। মাদকাসক্তিকে একটি মনোরোগ হিসেবে সনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ক সংকটের অংশ হিসেবে সনাক্ত করে মাদকাসক্তি নির্মূলে কাজ করতে হবে।শুভ উদ্যোগে জন্য  গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মহিউদ্দিন বন্ধুকে সাধুবাদ জানাই।

মেঘমল্লার বসু

সভাপতি,ছাত্র ইউনিয়নের ঢাবি।

@ “পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা মনে করে উত্থাপিত প্রস্তাবনা সময়োপযোগী ও সমাজকল্যাণমূলক। আমরা এ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং সফল বাস্তবায়নে সহযোগিতা করার অঙ্গীকার করছি। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এটি পার্বত্য অঞ্চল সহ সারাদেশের জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

এ এইচ এম ফারুক

সভাপতি

পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা।

@ “প্রতিটি প্রতিষ্ঠান ও দোকানের সামনে ডাস্টবিন স্থাপন, বাজার /পাড়া কমিটির মাধ্যমে পাবলিক টয়লেট ও বেসিন মেরামত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, রাজনৈতিক দলের কেউ মাদক ব্যবসায় জড়িত থাকলে বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণ – প্রস্তাবের উক্ত বিষয়গুলো চমৎকার লেগেছে। আশা করি রাষ্ট্র  সমন্বিতভাবে নীতিগত সিদ্ধান্ত নিবে।জনস্বার্থে উদ্যোগ গ্রহণের জন্য মহিউদ্দিন বন্ধুকে ধন্যবাদ।

রফিকুল ইসলাম

সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ।

@ “মহিউদ্দিন বন্ধুর স্বপ্ন ভালোবাসা ছড়াই, স্বর্গভূমি বাংলাদেশ ও শান্তিময় বিশ্ব বাস্তবায়ন —এই স্বপ্ন আমরা লালন করি।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন বাস্তবায়নের মাধ্যমে চারপাশের পরিবেশ পরিবর্তিত হবে, পাশাপাশি জাতির ইতিবাচক মানসিক স্পন্দন সৃষ্টি হবে।

মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে সমাজের অন্ধকার দূর হবে, আর সবার জন্য উদিত হবে সূর্যের আলো, যা আলোকিত করবে সর্বত্র।

তানভির ইসলাম

সদস্য সচিব, গ্রীন পলিসি মুভমেন্ট।

@ “চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমরা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছি। নির্বাচিত সরকার আসলে দৃঢ়ভাবে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়ন নিশ্চিত হলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সুইজারল্যান্ডের মতো উন্নত রাষ্ট্রের পথে অগ্রসর হবে।এই মহৎ উদ্যোগে সকলে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

গ্রীন পলিসি মুভমেন্টের মহিউদ্দিন বন্ধুর প্রস্তাবকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই।

ডা. শাহাদাত হোসেন

মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

@ “গ্রীন পলিসি মুভমেন্টের প্রস্তাবনার সাথে আমরা সম্পূর্ণ একমত। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রতিটি সেক্টরে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়—সে লক্ষ্যেই এই কর্মসূচি উপস্থাপন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। দেশের বর্তমান বিপদজনক পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার জন্য আমরা সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে প্রেসার ক্রিয়েট করব।

ফারুক হাসান

দলীয় মুখপাত্র, গণঅধিকার পরিষদ (জিওপি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ