বান্দরবান জেলার আলীকদম থেকে চট্টগ্রাম রুটে নতুন এস. আর. স্পেশাল বাস সার্ভিস চালু হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।
উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম প্রেস ক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। এছাড়াও বাস মালিক সমিতির সভাপতি নুর হোসেন কোম্পানী, অন্যান্য পরিচালকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন বলেন, “আলীকদম বাসটার্মিনাল করার জন্য প্রকল্প বাস্তবায়িত হয়েছে, খুব শিগগিরই এর কাজ শুরু হবে। আলীকদম-লামা-চট্টগ্রাম রুটে পুরনো ও জরাজীর্ণ বাস বাদ দিয়ে আরামদায়ক বাস সার্ভিস চালুর প্রস্তাব রাখছি, যাতে আলীকদমবাসীর ভোগান্তি কমে।”
তিনি আরও বলেন, দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বাস মালিক সমিতির সভাপতি। এতে যাত্রীসেবার মান বাড়বে এবং যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।
আয়োজকরা জানান, নিয়মিত যাত্রীদের জন্য এ সার্ভিস হবে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী।