শিরোনাম
আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলীকদমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলীকদমে শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদম উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রোগী ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সম্পাদক প্রকাশক / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

গুপ্ত সংগঠন কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করে, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আনোয়ারা উপজেলা, আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে এ বিক্ষোভ মিছিল করেন উপজেলা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি আনোয়ারা সিটি সেন্টার থেকে শুরু হয়ে পিএবি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তি বাংলাদেশের গণতন্ত্রের অভিযাত্রা ব্যাহত করতে চাই। তারই অংশ হিসেবেই গুপ্ত সংগঠনের ক্যাডার বাহিনী সারাদেশে মব সৃষ্টি, ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে বাঁধা হয়ে দাড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সহাবস্থানে বিশ্বাসী একটি সংগঠন। আমরা গুপ্ত সংগঠনের নেতা-কর্মীকে উদ্দেশ্য বলতে চাই তারা যেন প্রকাশ্যে এসে রাজনীতি করে। যদি কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চায় গুপ্ত সংগঠন তাহলে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত।

আনোয়ারা উপজেলা ছাত্রদলের নেতা মোফাজ্জল হোসেন জুয়েল’র সভাপতিত্বে এবং আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মোহাম্মদ বোরহান উদ্দিন ও শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নুর শাহেদ খাঁন রিপন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা রুবায়েত খাঁন সিফাত, শফিউল আলম চৌধুরী, আনিসুর রহমান আরাফাত। আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা হান্নান, রাশেদ, সাকিব, শাহেদ, রাশেদুল, হিরু, সোহেল, হৃদয়, মালেক, রিয়াজ, অনিক, শহিদ, জুয়েল, রিহাজ, রিদুয়ান, ফখরুদ্দিন, রোকন, রাফি, তানভীর, সাইফুল, কাশেম, এমদাদ, সাকিব, সবুজ, আকাশ, সাকিব জাকেরিয়া, মোবারক, দেলোয়ার, জীবন, সাজ্জাদ, সাইদুল, আলফাজ, খোরশেদ, আবু বক্কর, ফাহিম, অহিদুল, সবুজ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, মো: ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আরমান সায়ীদ মাহিম, সাংগঠনিক সম্পাদক মো: তারেক হোসেন, যুগ্ম সম্পাদক সজীব উদ্দিন, প্রচার সম্পাদক মো: ইমন, কলেজ ছাত্রদল নেতা রিদয়, সাইদুল, বেলাল, রাকিব, কাশেম, আবির, জাবেদ, সাকিব, তৌহিদ, আবির, ফয়সাল, ফাহিম, আকিব,সাইফুল, আশফি, মোরশেদ, অমি, জামশেদ, নাঈম, সুমন, নাজিব, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সহ সভাপতি আশিকুর রহমান, যুগ্ন-সম্পাদাক শেজাম, আরফাত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ