টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদম উপজেলার দোছড়ি রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক রিয়াজুল জান্নাত ও আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংচাথুই মার্মা জানান, “দীর্ঘদিন ধরে তারা স্কুলে আসেন না। চলতি মাসের ৩ তারিখে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যান। পরবর্তীতে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেছি।”
গত ৯ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বিভিন্ন স্কুল পরিদর্শনকালে রাইতুমনি পাড়া স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের নিকট থেকে অভিযুক্ত দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ শোনেন, এবং লিখিত অভিযোগ দিতে বলেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “দুর্গম এলাকা হলেও এসব বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ মোটামুটি সন্তোষজনক। তবে সহকারী শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত দুঃখজনক। তিনি এই প্রতিবেদককে জানান, যেসব শিক্ষকের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে।”
একটি সূত্র জানায়, অভিযুক্ত দুই সহকারী শিক্ষক পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও তথ্য গোপন করে চাকরি গ্রহণ করেন। নিয়োগ পাওয়ার পর থেকেই তারা নিয়মিত বিদ্যালয়ে না এসে নিজেদের ইচ্ছেমতো আসা-যাওয়া করতেন।
রিয়াজুল জান্নাতের স্বামী ও আব্বাস উদ্দিনের ভাই নাছির উদ্দিন তাদের নিয়োগকালীন সময়ে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে অনৈতিকভাবে তাদর চাকরি দেয়া হয়েছিলো।