শিরোনাম
আনোয়ারা উপজেলা ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ আলীকদমে বাজার চৌধুরীর অপসারণ ও ময়লা ব্যবস্থাপনায় মানববন্ধন গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলীকদমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আলীকদমে শ্রমিক ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলীকদম উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রোগী ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

আলীকদমের দোছড়ি রাইতুমনি পাড়া স্কুলের দুই সহকারী শিক্ষক বিনা ছুটিতে দীর্ঘদিন অনুপস্থিত

সম্পাদক প্রকাশক / ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
oplus_0

👉 সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে শীঘ্রই অভিযুক্ত সহকারী শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

টি আই মাহামুদ

বান্দরবানের আলীকদম উপজেলার দোছড়ি রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক রিয়াজুল জান্নাত ও আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংচাথুই মার্মা জানান, “দীর্ঘদিন ধরে তারা স্কুলে আসেন না। চলতি মাসের ৩ তারিখে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যান। পরবর্তীতে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একাধিকবার অবহিত করেছি।”

গত ৯ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বিভিন্ন স্কুল পরিদর্শনকালে রাইতুমনি পাড়া স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের নিকট থেকে অভিযুক্ত দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে মৌখিক অভিযোগ শোনেন, এবং লিখিত অভিযোগ দিতে বলেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন, “দুর্গম এলাকা হলেও এসব বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ মোটামুটি সন্তোষজনক। তবে সহকারী শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন আচরণ অত্যন্ত দুঃখজনক। তিনি এই  প্রতিবেদককে জানান, যেসব শিক্ষকের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হবে।”

একটি সূত্র জানায়, অভিযুক্ত দুই সহকারী শিক্ষক পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দা না হয়েও তথ্য গোপন করে চাকরি গ্রহণ করেন। নিয়োগ পাওয়ার পর থেকেই তারা নিয়মিত বিদ্যালয়ে না এসে নিজেদের ইচ্ছেমতো আসা-যাওয়া করতেন।

রিয়াজুল জান্নাতের স্বামী ও আব্বাস উদ্দিনের ভাই নাছির উদ্দিন তাদের নিয়োগকালীন সময়ে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ওই সময়ে অনৈতিকভাবে তাদর চাকরি দেয়া হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ