"শিক্ষা, ঐক্য, প্রগতি" এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া-র পক্ষ থেকে বান্দরবান সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম মামুন এর সৌজন্যে বান্দরবানের আলীকদম উপজেলার মুসলিমপাড়া মডেল একাডেমীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বান্দরবান জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন।
এ সময় অতিথিরা বলেন, বিএনপি সর্বদা শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেন তরুন ছাত্রনেতা কালাম ফেরদৌস ইসফাক।