পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগী ও ভবঘুরেদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতৃবৃন্দ জানান—অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। প্রায় আড়াইশত জনকে এই খাবার বিতরণ করেছেন বলে জানান আয়োজকরা।
খাবার বিতরণ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুচ্ছফা ভূইয়াঁ বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে “মানবিক সহায়তার এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।”
এদিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোঃ হাসান আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ রোগীদের জন্য ইতিবাচক ভূমিকা রাখে।”
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুচ্ছফা ভূইয়াঁ বাবু, চ্যানেল আই বান্দরবান প্রতিনিধি ইসমাইল হাসান, আলীকদম সদর ইউনিয়ন শাখার সভাপতি ইয়াসিন আরাফাত, ৩নং নয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ফাহিম, সদর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আতাউল্লাহ, ২নং চৈক্ষ্যং ইউনিয়নের মোঃ ইমরান হোসেন বাবুলসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
Oplus_0
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের রোষানলে সারাদেশের ন্যায় আলীকদম উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো মূলত নিষ্ক্রিয় থাকলেও বর্তমান সময়ে তাদের গতিশীল কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় আলীকদম উপজেলা ছাত্রদল জনহিতকর বিভিন্ন কাজে তাদের অটুট ভূমিকা পালন করে আসছে।