আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের আলীকদমে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়নের আলীবাজার প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলীবাজার শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের বান্দরবান পার্বত্য জেলা প্রধান উপদেষ্টা এস.এম আব্দুচ ছালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ, আলীকদম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাশুক এলাহী, জেলা শাখার সেক্রেটারি মো: তৌফিকুল ইসলাম ও আলীকদম উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো: হৃদয় চৌধুরী।
বক্তারা বলেন, শ্রমিক শ্রেণি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার আদায় ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে।
এসময় সংগঠনের নেতারা জানান, ৩০০ নং বান্দরবান সংসদীয় আসনে উক্ত সংগঠনের পক্ষ থেকে এডভোকেট আবুল কালামই একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
সমাবেশে সভাপতিত্ব করেন আলীবাজার ইউনিট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো: মোহাইমিন। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী সমাবেশে অংশ নেন।