----
টি আই মাহামুদ
আলীকদম কলেজ পরিদর্শন করলেন নবাগত ইউএনও
নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং আলীকদম কলেজের সাংগঠনিক কমিটির সভাপতি জনাব মনজুর আলম সম্প্রতি কলেজ ক্যাম্পাস ও এর নির্মাণাধীন স্থাপনাসমূহ পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহেল রানা, সাংগঠনিক কমিটির সদস্য ও বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো এবং প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন কানুনগো ম্রাগ্য মার্মা ও কলেজের অন্যান্য সদস্যরা।
পরিদর্শনকালে নবাগত ইউএনও কলেজের অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কলেজের উদ্যোক্তা ও সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, ইউএনও জনাব মনজুর আলমের নেতৃত্বে আলীকদমবাসীর বহু প্রতীক্ষিত এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত পূর্ণাঙ্গ রূপ পাবে এবং মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে দেবে।
কপিঃ মমতাজ উদ্দিন আহমদ,
সভাপতি, আলীকদম প্রেসক্লাব।