মফিজুর রহমান, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার রাইট ডিজিবিলিটি এ্যাসোশিয়েশনের উদ্যোগে ৩ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও পূর্তি উৎসব পেকুয়ায় পালিত হয়েছে।
৩১ আগষ্ট (রবিবার) দুপুর ১২টায় পেকুয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধিদের সংগঠন সি.আর.ডি.এ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলাহিয়া খানের সভাপতিত্বে ও কো চেয়ারম্যান জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় তাদের কার্যক্রমের স্মারক পত্র পাঠ করেন, প্রচার সম্পাদক বেলাল হোছাইন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক সংগঠক ও উদ্যোক্তা উম্মে হুমায়রা।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন “হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহাবুব কাউসার, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.আবদুল্লাহ আনসারী, সাইদী আকবর ফয়সাল, আলোকিত প্রতিবন্ধিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের অলরাউন্ডার সুকেল তঞ্চাঙ্গা, নুর আয়েশা ফাউন্ডেশনের সহ সভাপতি আমজাদ হোছাইন, সি.আর.ডি.এ‘র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, অন্ধ হাফেজ তানভীরুল হক প্রমুখ।
প্রতিবন্ধিদের স্বাবলম্বী ও কর্মদক্ষতা অর্জন সহ স্বার্থ সংরক্ষণ অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত সংগঠনের উদ্যোক্তা ও উপকার ভোগীরা বলেন, তারা সমাজের বোঝা নই সম্পদে পরিণত হতে চাই। তারা শিক্ষা সাংস্কৃতি ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে প্রত্যেক ক্ষেত্রে অংশ নিতে প্রস্তুত তাই তাদের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে দিয়ে ও তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সহযোগীতা কামনা করেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রতিবন্ধিরা সাধারণ অধিকার নিয়ে বাঁচবে করুনা নিয়ে নই এ মানসিকতায় কর্মক্ষমতা অর্জন করতে হবে।
প্রতিবন্ধিরা স্বরচিত গান পরিবেশন করেন। কক্সবাজার জেলার প্রায় শতাধিক কর্মক্ষমতা সম্পন্ন উচ্চ শিক্ষিত বিভিন্ন প্রতিবন্ধি উপস্থিত ছিলেন।