প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১:০৭ পি.এম
আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন বার্মিজ গরু আটক
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদমে বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় দুইটি বার্মিজ গরু আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ও আলীকদম থানা পুলিশের যৌথ অভিযানে এ গরু জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে মাতামুহুরী নদীর ভূজির মোড় এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারী বার্মিজ গরু পাচারের চেষ্টা করছে। পরে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়কের দিকনির্দেশনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২টি বার্মিজ গরু আটক করা হয়।
এ বিষয়ে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। মাদকদ্রব্য ও গবাদিপশুসহ যে কোনো অবৈধ চোরাচালান কার্যক্রম প্রতিহত করতে বিজিবি বদ্ধপরিকর।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল ইসলাম , নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান -ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650