প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ১২:৪৩ পি.এম
আলীকদমের উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দোছড়িতে বি,ডাব্লিও,ভি এর চাল বিতরণ
টি আই মাহামুদ
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের প্রত্যন্ত দুর্গম এলাকা দোছড়িতে বি,ডাব্লিও,ভি কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোছড়ি বাজার প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের আয়োজনে ৩ ও ৪নং ওয়ার্ডের মোট ১০৮ জন ভিজিডি কার্ডধারী অসহায় ও দুস্থ মহিলার মাঝে চাল বিতরণ করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে দুই মাসের জন্য ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল প্রদান করা হয়।
এসময় ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, সরকারের এ উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীরা উপকৃত হচ্ছেন। ভবিষ্যতেও এ ধরণের কর্মসূচি চলমান থাকবে।

চাল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন—আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, কুরুকপাতা ইউপি সচিব স্বরূপন বড়ুয়া, ৩নং ওয়ার্ড সদস্য জগৎ চন্দ্র ত্রিপুরা, ৪নং ওয়ার্ড সদস্য কাইম্প্রে ম্রো এবং হিসাব রক্ষক লাভলু দাস
সম্পাদক ও প্রকাশক: তৌহিদুল ইসলাম , নির্বাহী সম্পাদক: মোঃ ইকরামুল হাসান -ঘরে বসে আপনার পণ্য ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন 09638-574273 - 01616-885650