-----
রুমা প্রতিনিধি
রুমা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদে পুনর্গঠিত এ কমিটিতে সভাপতি পদে পূন:নির্বাচিত হয়েছেন- নিউজ পোর্টাল দৈনিক বাংলার সমাচার, ঢাকা মেইল, দৈনিক পূর্বকোণ ও দৈনিক কালবেলা'র রুমা প্রতিনিধি শৈহ্লাচিং মার্মা। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল পাহাড়ের কন্ঠ 'র রুমা প্রতিনিধি চনুমং মার্মা ও দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গু রুমা প্রতিনিধি মংহাই থুই মার্মা।
২৯ আগস্ট দুপুর বারোটায় বান্দরবানের রুমায় মুনলাই পাড়া কিছুক্ষণ রেস্টুরেন্টে এক সভার মধ্য দিয়ে রুমা প্রেস ক্লাবের নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
দীর্ঘ সাত বছর পর নতুন এ কমিটি গঠিত হলো।
সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অবজারভার ও দৈনিক সারাবেলা'র রুমা প্রতিনিধি উবাসিং মার্মা, দৈনিক কালের কন্ঠের রুমা প্রতিনিধি আব্দুল হাকিম, দৈনিক ইত্তেফাক এর রুমা প্রতিনিধি অংবাচিং মার্মা, অনলাইন নিউজ পোর্টাল সিএইচটিবার্তা ডটকম ও দৈনিক নববানী এর রুমা প্রতিনিধি মথি ত্রিপুরা ও শৈলুমং মার্মা।
এই সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মারমা, বান্দরবান রিপোর্টার ইউনিটির সভাপতি মংসানু মারমা, দীপ্ত টিভি'র বান্দাবান জেলা প্রতিনিধি ক্যমুইঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হ্লাছোহ্রী মার্মা।