শিরোনাম
ফরেষ্ট বিটের চেকপোস্ট পার হওয়ার পর বনবিভাগ ও ৫৭ বিজিবি’র যৌথ অভিযানে সেগুন কাঠ ও বাঁশ জব্দ রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা ও সাধারণ সম্পাদক চনুমং মার্মা আলীকদমে যুব গণঅধিকার পরিষদের কমিটি গঠন ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আলীকদম উপজেলার ৩৪টি জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত   রুমায় ধর্ষিতা পরিবারকে হুমকি, এক ঘরে করা যাবে না- লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন আলীকদমে বিজিবির উদ্যোগে দূর্গম ওয়াংরাইপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা আলীকদম উপজেলাকে ডিজিটাল সবুজ শিক্ষা ও সেবা নগরী হিসেবে ঘোষণা দিতে গ্রীন পলিসি মুভমেন্ট’র আহবায়ক মহিউদ্দিন বন্ধুর প্রস্তাবনা   ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) মিরসরাই শাখা কার্যালয় উদ্বোধন আলীকদমে মাছ চাষিদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বিনামূল্যে পোনা বিতরণ আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ পারভেজ আলম পাভেল-এর জন্মদিন
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
Notice :
ঢাকাসহ সারা দেশে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ দেবে দৈনিক বাংলার সমাচার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা ও অঞ্চলে ২৫০ জন ‘অনলাইন করেসপনডেন্ট’ নিয়োগ চলছে

রুমায় ধর্ষিতা পরিবারকে হুমকি, এক ঘরে করা যাবে না- লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন

সম্পাদক প্রকাশক / ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

————–
শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি

কোন ভাবে পাড়ার মধ্যে ধর্ষিতা পরিবারকে হুমকি ধমকি ও এক ঘরে করা যাবে না। তাদের পাশে পাড়াপাসীকে এগিয়ে আসতে হবে।
৩৬ বীর রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় বান্দরবানে রুমায় পাইন্দু হেডম্যান পাড়া বাজার সেডে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহওয়ার্দী,
পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মার্মা, অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু, মৌজা হেডম্যান মংচউ মার্মা , পাইন্দু পাড়া কারবারি থোয়াইসা মার্মা, পাইন্দু ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বার মংছো মার্মা, ২নং ওয়ার্ডের মেম্বার গংবাসে মার্মা, সহ পাইন্দু হেডম্যান ও আলেচু পাড়ার নারী-পুরুষ স্থানীয় লোকজন এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আলমগীর হোসেন বলেছেন, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও তার পরিবারকে সহযোগিতার জন্য পাড়াবাসী থেকে কোনভাবে চাঁদা সংগ্রহ করা যাবে না। এর মধ্যে যারা চাঁদা সংগ্রহ করছেন। তারা ভুক্তভোগী বা পরিবারকে সহায়তা না করে,উল্টো অপরাধীদের সহযোগিতা করতে চেয়েছেন। তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

প্রধান অতিথি আরও বলেন, ধর্ষণের শিকার ভুক্তভোগী পরিবারের পাশে পাড়াবাসীকে এগিয়ে আসতে হবে, তাদের সহযোগিতা আসতে হবে। যাতে করে তাদের মনোবল শক্ত হয়ে উঠে।
পরে জোন কমান্ডার ধর্ষিণের ভূক্তভোগী পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে বসবাসের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত; অতি সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল ছাত্রীকে দলবদ্ধ ভাবে ধর্ষণের ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সহযোগিতা রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহওয়ার্দীর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত পাস আসামির মধ্যে তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি দুইজন পলাতক রয়েছে।
এর মধ্যে আটককৃত ও ধর্ষণের ঘটনা ধামাচাপা রাখতে সামাজিক সালিশি বিচারকদের সহযোগিতা করার জন্য চাঁদা সংগ্রহ করতে ২৪ আগস্ট রাতে পাড়াবাসীর মধ্যে এক বৈঠক করার অভিযোগ ওঠেছে। ওই বৈঠকের বাধ্যতামূলক চাঁদা সংগ্রহের বিষয়টি পাড়ার মধ্যে অনেকেই মানতে পারেনি।
মূলত; চাঁদা সংগ্রহের বিষয়টি বন্ধ করা এবং অসহায় ধর্ষিত পরিবার সদস্যদের খোঁজ নিতে রুমা জোন কমান্ডার পাড়াবাসীর এই মতবিনিময় সভা আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ