বান্দরবানের আলীকদম উপজেলায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৩৪টি প্রাতিষ্ঠানিক, আধা প্রাতিষ্ঠানিক ও বেসরকারি জলাশয়ে ২৩০ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান জেলা মৎস্য অফিসার জনাব অভিজিৎ শীল এবং আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মামুনুর রহমান, আলীকদম উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আসাদুজ্জামান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের মাধ্যমে উপজেলার জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া, মৎস্য চাষ বিষয়ক যেকোনো পরামর্শের জন্য স্থানীয়দের উপজেলা মৎস্য অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।