বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দূর্গম ওয়াংরাইপাড়া সীমান্ত এলাকায় স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫) আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি এর নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
ক্যাম্পেইনে নারী-পুরুষ ও শিশুসহ ৯০ জনের বেশি চিকিৎসা বঞ্চিত পাহাড়ি জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ দমনের পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ কর্মসূচির আওতায় পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করতে বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে চিকিৎসা সেবা, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা অন্যতম।
মেডিকেল ক্যাম্পে স্থানীয় পাড়া কারবারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কার্যক্রমে স্থানীয়রা ব্যাপক সাড়া দেন।
বিজিবি জানায়, পর্যায়ক্রমে অন্যান্য সীমান্তবর্তী বিওপিতেও অনুরূপ মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হবে। সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের জনগণের পাশে থেকে বিজিবি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।